চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্য ও ইরানের চলমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। ক্রেমলিনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলাপের সময় ইরান ইস্যু সমাধানের ওপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এই সংকট কাটাতে এগিয়ে আসার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় ইরান ও মধ্যপ্রাচ্যের যেকোনো ইস্যুতে কাজ করার ক্ষেত্রে রাশিয়ার সহায়তার প্রস্তাবও করেন পুতিন।
তবে নেতানিয়াহু কী বলেছেন–এ ব্যাপারে কিছু জানা যায়নি।
নেতানিয়াহুকে পুতিন বলেন, এই অঞ্চলে স্থবিরতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও কূটনীতিক যেকোনো প্রচেষ্টার পক্ষে রয়েছেন তিনি।
বেশকিছু দিন ধরেই ইরানে চলছে বিক্ষোভ। এখন পর্যন্ত তাতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই সংখ্যা আরও বেশি। আটক করা হয়েছে অনেককেই। তাদের ফাঁসি দেওয়ারও প্রস্তুতি চলছিল। তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন।
এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি দেশটিতে বিক্ষোভের বিরুদ্ধে বেশ কয়েকবার কথা বলেন। এমনকি তার কথায় ইরানে হস্তক্ষেপের ব্যাপারেও ভাষ্য দেন তিনি। যদিও ট্রাম্প সরাসরি এসব বলেননি।

মধ্যপ্রাচ্য ও ইরানের চলমান পরিস্থিতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ শুক্রবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়। ক্রেমলিনের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আলাপের সময় ইরান ইস্যু সমাধানের ওপর জোর দিয়েছেন রুশ প্রেসিডেন্ট। এই সংকট কাটাতে এগিয়ে আসার জন্য নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় ইরান ও মধ্যপ্রাচ্যের যেকোনো ইস্যুতে কাজ করার ক্ষেত্রে রাশিয়ার সহায়তার প্রস্তাবও করেন পুতিন।
তবে নেতানিয়াহু কী বলেছেন–এ ব্যাপারে কিছু জানা যায়নি।
নেতানিয়াহুকে পুতিন বলেন, এই অঞ্চলে স্থবিরতা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও কূটনীতিক যেকোনো প্রচেষ্টার পক্ষে রয়েছেন তিনি।
বেশকিছু দিন ধরেই ইরানে চলছে বিক্ষোভ। এখন পর্যন্ত তাতে দুই হাজারের বেশি মানুষ মারা গেছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই সংখ্যা আরও বেশি। আটক করা হয়েছে অনেককেই। তাদের ফাঁসি দেওয়ারও প্রস্তুতি চলছিল। তবে এই সিদ্ধান্ত থেকে সরে আসে প্রশাসন।
এই ঘটনার সঙ্গে জড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তিনি দেশটিতে বিক্ষোভের বিরুদ্ধে বেশ কয়েকবার কথা বলেন। এমনকি তার কথায় ইরানে হস্তক্ষেপের ব্যাপারেও ভাষ্য দেন তিনি। যদিও ট্রাম্প সরাসরি এসব বলেননি।