মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীদের তৎপরতা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মনোনয়ন দাখিলের শেষ দিনে প্রার্থীদের তৎপরতা
নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন জমা দিতে আসেন অনেকে। ছবি: চরচা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার রাজধানীসহ সারা দেশের রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে দেখা গেছে ব্যাপক তৎপরতা ও ব্যস্ততা।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী আজ বিকেল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতার শেষ দিনে প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও তাদের সমর্থকদের আনাগোনায় মুখর হয়ে ওঠে কেন্দ্রগুলো।

রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের মনোনয়ন গ্রহণ কার্যক্রম পরিচালনা করেন ঢাকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. ইউনুচ আলী।

ঢাকা-১৩ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ববি হাজ্জাজ। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমরা আশাবাদী আগামী নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হবে। ইসি তার দায়িত্ব সঠিকভাবে পালন করবে। কৌশলগত কারণে আমরা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি।”

একই আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেন দলের ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি মুরাদ হোসেন।

তিনি বলেন, “আশা করছি যথাসময় নির্বাচন হবে। কিন্তু সারা দেশের জনগণই নিরাপত্তার হুমকিতে আছেন। আমরা যারা প্রার্থী রয়েছি তারাও এটা নিয়ে উদ্বিগ্ন। আশা করব অতি দ্রুত আমাদের সামনে দৃশ্যমান করবেন এবং মানুষের নিরাপত্তাও তারা নিশ্চিত করবেন।”

অন্যদিকে ঢাকা-১৫ আসনে বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন যুবদল নেতা শফিকুল ইসলাম খান মিল্টন। মনোনয়ন জমা শেষে তিনি বলেন, ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন–এটাই তার প্রত্যাশা।

জামায়াতে ইসলামীর আমিরের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে কোনো চাপ অনুভব করছেন কি না–এমন প্রশ্নে তিনি বলেন, “জামায়াতের আমিরের বিপক্ষে লড়ে আমি কোনো চাপ বোধ করছি না। আমি মিরপুরের সন্তান। আশা করছি এলাকাবাসী তাদের এলাকার সন্তানকে ভোট দেবেন।”

নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো প্রচারণা শুরু হয়নি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ডের ব্যবস্থা করবেন আশা করি।

এদিন বেলা দেড়টার দিকে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন।

সম্পর্কিত