চরচা প্রতিবেদক

রাজধানীর কদমতলীতে ছাদে ধূমপান করতে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয় এক ক্যামেরা টেকনিশিয়ানকে। আজ রোববার রাত আড়াইটার দিকে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত রিয়াদ ভোলার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
আহতের সহকর্মী সোহান জানান, রাতের দিকে সিকদার ভিলার পঞ্চম তলার ছাদে অজ্ঞাত এক যুবক ধূমপান করছিলেন। এ সময় রিয়াদ ছাদে পায়চারী করতে গেলে ওই যুবককে ধূমপান করতে বাধা দেন। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে অজ্ঞাত ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে রিয়াদের মাথা, বাম পাশের বুকের পাঁজর ও পেটে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ভুক্তভোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মধ্যরাতে কদমতলী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি কদমতলী থানাকে অবহিত করা হয়েছে।”

রাজধানীর কদমতলীতে ছাদে ধূমপান করতে বাধা দেওয়ায় ছুরিকাঘাত করা হয় এক ক্যামেরা টেকনিশিয়ানকে। আজ রোববার রাত আড়াইটার দিকে ভুক্তভোগীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত রিয়াদ ভোলার দৌলতপুর উপজেলার বাসিন্দা।
আহতের সহকর্মী সোহান জানান, রাতের দিকে সিকদার ভিলার পঞ্চম তলার ছাদে অজ্ঞাত এক যুবক ধূমপান করছিলেন। এ সময় রিয়াদ ছাদে পায়চারী করতে গেলে ওই যুবককে ধূমপান করতে বাধা দেন। এতে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে অজ্ঞাত ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে রিয়াদের মাথা, বাম পাশের বুকের পাঁজর ও পেটে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
ভুক্তভোগীর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মধ্যরাতে কদমতলী এলাকা থেকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং বিষয়টি কদমতলী থানাকে অবহিত করা হয়েছে।”