চট্টগ্রামে চান্দের গাড়ির ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চট্টগ্রামে চান্দের গাড়ির ধাক্কায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
প্রতীকী ছবি: পিক্সাবে

চট্টগ্রামের হাটহাজারীতে চান্দের গাড়ির ধাক্কায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের এক নেতা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বেচ্ছাসেবক দল নেতা এমরান চৌধুরী (৪২) হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও হাটহাজারী ইটভাটা সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। আহত অপর জন হলেন মো. আরিফ। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। আরিফ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বাড়ি ফেরার পথে চারিয়া বাজার এলাকায় পেছন থেকে আসা একটি চান্দের গাড়ি এমরানের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, একই দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

ফটিকছড়ির নাজিরহাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহেদুল ইসলাম জানান, প্রাথমিক যাচাই-বাছাই শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চান্দের গাড়িটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।

সম্পর্কিত