আমি চলে যেতে চাই: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আমি চলে যেতে চাই: রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তিনি ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের পর পদত্যাগ করবেন। বার্তা সংস্থা রয়টার্সকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। রয়টার্স, নয়াদিল্লি ক্রেডিট লাইনে এই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সাহাবুদ্দিন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত করা হলে রাষ্ট্রপতিই হচ্ছেন শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ।

রয়টার্সকে রাষ্ট্রপতি বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে তিনি অপমানিত বোধ করছেন। তাঁর কথা, ‘আমি চলে যেতে আগ্রহী। আমি চলে যেতে চাই।’

তবে নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে যেতে চান তিনি, “নির্বাচন যতদিন না হচ্ছে, আমাকে দায়িত্ব পালন করে যেতে হবে। আমি আমার পদে আছি সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যই।”

সাহাবুদ্দিন আরও বলেছেন, “জনগণের কাছে একটা ভুলবার্তা গিয়েছে যে আমাকে রাষ্ট্রপতির পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এতে আমি অপমানিত বোধ করেছি।”

সম্পর্কিত