বাংলাদেশে আরও দুইটি ভিসা সেন্টার বন্ধ করল ভারত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
বাংলাদেশে আরও দুইটি ভিসা সেন্টার বন্ধ করল ভারত
ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজশাহীতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। ছবি: চরচা

ঢাকার পর এবার বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতির অজুহাতে রাজশাহী ও খুলনার আরও দুইটি ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ‘জুলাই ঐক্য’ ব্যানারে একদল বিক্ষোভকারী ভারতীয় হাইকমিশনের অভিমুখে পদযাত্রা এবং অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ বেশ কিছু দাবি জানানোর একদিন পরই এই সিদ্ধান্ত এলো।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা জানাচ্ছি যে, রাজশাহী ও খুলনার ভিসা আবেদন কেন্দ্র দুটি আজ বৃহস্পতিবার বন্ধ থাকবে। যাদের আজকের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের পরবর্তীতে অন্য একটি তারিখ জানিয়ে দেওয়া হবে।”

দিল্লি অভিযোগ করে আসছে যে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে ভারতবিরোধী মনোভাব এবং বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্স নিয়ে বিদ্বেষ বাড়ছে। তাদের মতে, বাংলাদেশের বর্তমান সরকার ভারতের সাথে ঐতিহাসিক সম্পর্ক ছিন্ন করে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে।

তবে ভারতের এই উদ্বেগ সরাসরি নাকচ করে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ছাত্রনেতা হাসনাত আবদুল্লাহর ভারতের ‘সেভেন সিস্টার্স’ বা উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বিচ্ছিন্ন করার হুমকি প্রসঙ্গে তিনি জানান, সরকার এ ধরনের বক্তব্যের সাথে যুক্ত নয়। একইসাথে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দাবি অস্বীকার করে তিনি বলেন, “নিরাপত্তা যেন বিঘ্নিত না হয়, আমরা তা নিশ্চিত করেছি।”

জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্য নিয়ে তিনি আরও বলেন, “হাসনাত সরকারের কোনো অংশ নন। যদি এটি সরকারের অবস্থান হতো, তবে আমি বা সরকারের শীর্ষ পর্যায় থেকে তা বলা হতো। ব্যক্তিগত কোনো মন্তব্য এখানে অপ্রাসঙ্গিক।”

সম্পর্কিত