বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল বুধবার দিনগত রাতে নগরীর নূরিয়া স্কুলের পেছনে সরদার মঞ্জিলের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, রাত আনুমানিক ১১টার দিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে সামনে এগিয়ে যাচ্ছে। একই সময় সড়কের দু’পাশে দেশীয় অস্ত্র হাতে একদল লোকের ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্যও দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, রিফিউজি কলোনির কুখ্যাত ‘কসাই সালামের’ ছেলে রকি তার প্রতিপক্ষ ‘নাক কাটা রুবেলকে’ লক্ষ্য করে গুলি চালায়। রকি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই বুধবার রাতে প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি এলাকাবাসীর। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরেছে।
তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গুলির ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে আগ্নেয়াস্ত্র নয়, দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়েছে।
এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

বরিশাল নগরীর রিফিউজি কলোনিতে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল বুধবার দিনগত রাতে নগরীর নূরিয়া স্কুলের পেছনে সরদার মঞ্জিলের সামনে এই ঘটনা ঘটে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
ভিডিওতে দেখা যায়, রাত আনুমানিক ১১টার দিকে মোটরসাইকেলে থাকা দুই যুবক প্রকাশ্যে গুলি ছুড়তে ছুড়তে সামনে এগিয়ে যাচ্ছে। একই সময় সড়কের দু’পাশে দেশীয় অস্ত্র হাতে একদল লোকের ধাওয়া-পাল্টা ধাওয়ার দৃশ্যও দেখা যায়।
স্থানীয়দের অভিযোগ, রিফিউজি কলোনির কুখ্যাত ‘কসাই সালামের’ ছেলে রকি তার প্রতিপক্ষ ‘নাক কাটা রুবেলকে’ লক্ষ্য করে গুলি চালায়। রকি ও রুবেলের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই বুধবার রাতে প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে বলে দাবি এলাকাবাসীর। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতংক ছড়িয়ে পরেছে।
তবে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম গুলির ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, মাদক সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সেখানে আগ্নেয়াস্ত্র নয়, দেশীয় অস্ত্র ব্যবহৃত হয়েছে।
এ ঘটনায় এক পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।