রাজধানীর আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
রাজধানীর আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার
একটি অ্যাম্বুলেন্স। ছবি: চরচা

রাজধানীর পল্টনের বিজয়নগর এলাকার একটি আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুর (৬৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার বিকেলে বিজয়নগর এলাকার ‘পল্টন আবাসিক হোটেল’- এর তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষ থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বাবু বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাসিন্দা ছিলেন বলে স্বজনরা জানিয়েছেন।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কক্ষের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে বাথরুমে অচেতন অবস্থায় শহিদুল ইসলাম বাবুকে উদ্ধার করা হয়। দ্রুত তাকে ঢামেকে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শহিদুল ইসলাম বাবু দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন এবং এর আগে তিনি দুইবার স্ট্রোক করেছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাগিনা রাহাতুল ইসলাম শাকিল জানান, দলীয় ও নির্বাচনী কাজে অংশ নিতে তার মামা কিছুদিন ধরে ঢাকায় অবস্থান করছিলেন এবং ওই আবাসিক হোটেলে ছিলেন। খবর পেয়ে তারা ঢামেক হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেন।

সম্পর্কিত