ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। ছবি: ফেসবুক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃতুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ ঘোষণা দেন।

সরকারপ্রধান বলেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে রাষ্ট্র নেবে।

মুহাম্মদ ইউনূস বলেন, হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। এই বিষয়ে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।

সম্পর্কিত