হাদির মৃত্যুতে শোকমিছিল, বিক্ষোভ

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদির মৃত্যুতে শোকমিছিল, বিক্ষোভ
ওসমান হাদি।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শাহবাগে শোকমিছিল হচ্ছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাজধানীর উত্তরা, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ রাজধানীর বিভিন্ন এলাকায় নানা দলের নেতা–কর্মীসহ সাধারণ মানুষেরা শরিফ শোকমিছিল ও বিক্ষোভ মিছিল করছে।

ইনকিলার মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার রাত ১০টার দিকে মারা যান বলে জানিয়েছেন ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা।

এর আগে গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে গতকাল জানিয়েছিল প্রধান উপদেষ্টার প্রেস উইং। সেই বার্তার পর থেকেই ওসমান হাদির শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা বাড়ছিল।

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। নিজের নির্বাচনী প্রচারে গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সম্পর্কিত