চরচা প্রতিবেদক


ভারতীয় গণমাধ্যমের খবর, আইসিসি নাকি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ অগ্রাহ্যই করতে যাচ্ছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি।

পৃথিবীর কয়েকশ মাইল উপরে, চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে এখন ব্যস্ত সময় পার করছেন শেনঝু-২১ মিশনের সাহসী নভোচারীরা। মিশন কমান্ডার ঝাং লু এবং নভোচারী উ ফেই ও ঝাং হংঝাং ইতিমধ্যে কক্ষপথে ৭০ দিনের বেশি সময় কাটিয়ে ফেলেছেন। গত এক সপ্তাহে তারা সম্পন্ন করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর কাজ।

দক্ষিণ আফ্রিকার উপকূলে সম্প্রতি শুরু হওয়া এক বিশাল নৌমহড়া ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা। ‘এক্সারসাইজ উইল ফর পিস ২০২৬’ নামের এই মহড়ায় অংশ নিয়েছে চীন, রাশিয়া ও ইরান। দক্ষিণ আফ্রিকা এই উদ্যোগকে ব্রিকস প্লাস দেশগুলোর মধ্যে সামুদ্রিক সহযোগিতা জোরদার করার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।