
প্রধান উপদেষ্টাকে ছয় মানবাধিকার সংস্থার খোলা চিঠি
র্যাব বিলুপ্তি, ডিজিএফআইকে সীমিত করা, আওয়ামী লীগসহ রাজনৈতিক বিবেচনায় এবং প্রমাণ ছাড়াই আটক বন্ধ, আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক যাবতীয় আইন সংশোধনে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ছয় মানবাধিকার সংস্থা খোলা চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, অন্তর্বর্তী সরকার যেন সেই একই আচরণে না জড়ায়, যা শেখ হাসিনার আমলে মানুষকে সহ্য করতে হয়েছিল।

গত বছর ৪ আগস্টই নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলো যেসব দাবিতে আন্দোলনের কর্মসূচি দিয়েছে, সেসব নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনাও অব্যাহত রেখেছে। অনেকে বলেন, সরকারকে চাপে রাখতে এটি করা হয়েছে। এখন বিএনপিসহ অন্যান্য দলও যদি তাদের দাবি নিয়ে একইভাবে রাস্তায় নামে তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে?