চরচা ডেস্ক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক জবানবন্দিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গত বছর ৪ আগস্টই নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার আগের দিন পূর্ব প্রস্তুতি হিসেবেই মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়েছিল তাদের।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন অভিযুক্তের বিরুদ্ধে করা মামলার ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন নাহিদ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তিনি জবানবন্দি দিতে এসেছিলেন তিনি।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন যেন হয়। হাসিনা ভারতে পালিয়ে যান। অধ্যাপক ইউনূস তখন ফ্রান্স সফরে ছিলেন। ৮ আগস্ট তিনি দেশে ফেরেন। সেদিনই তাঁকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া এক জবানবন্দিতে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গত বছর ৪ আগস্টই নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার আগের দিন পূর্ব প্রস্তুতি হিসেবেই মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনা হয়েছিল তাদের।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন অভিযুক্তের বিরুদ্ধে করা মামলার ৪৭তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিচ্ছেন নাহিদ। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তিনি জবানবন্দি দিতে এসেছিলেন তিনি।
ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন যেন হয়। হাসিনা ভারতে পালিয়ে যান। অধ্যাপক ইউনূস তখন ফ্রান্স সফরে ছিলেন। ৮ আগস্ট তিনি দেশে ফেরেন। সেদিনই তাঁকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।