মগবাজারে নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
মগবাজারে নির্মাণাধীন ভবনের লোহার পাইপ পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি: চরচা

রাজধানীর মগবাজার মোড়ে নির্মাণাধীন ভবনের লোহার পাইপ মাথায় পড়ে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার মগবাজার নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সহকর্মীরা ।

মৃত মো. তাইজুল ইসলাম রংপুর জেলার নাগেশ্বর থানার বেরুবাড়ী গ্রামের বাসিন্দা। মগবাজার এবিসি কোম্পানির নির্মাণাধীন ভবনে থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা মৃতের সহকর্মী জাহিদ হাসান জানিয়েছেন, তাইজুল পেশায় রাজমিস্ত্রি ছিলেন দুপুর সাড়ে বারোটার দিকে মগ বাজার এবিসি কোম্পানির নির্মাণাধীন ১৩ তলা ভবনের নিচ তলায় বালুর কাজ করছিলেন। সে সময় হঠাৎ ওই ভবনের উপর থেকে লোহার বড় পাইপ তার মাথার উপর পড়ে আহত হন।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।”

সম্পর্কিত