চরচা ডেস্ক

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।”
জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন বলে আশাব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।”
জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন বলে আশাব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা

প্রতারণার শিকার হয়ে একজন শাহজাহানপুর থানায় মামলা করলে সাইবার পুলিশ সেন্টারের ‘সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট টিম’ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে চক্রটির সদস্য লক্ষ্মীপুর জেলার বাসিন্দা মো. সোহাগ হোসেন কে শনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।