চরচা ডেস্ক

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।”
জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন বলে আশাব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।
বার্তা সংস্থা বাসস জানিয়েছে, এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফিরাত এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, “সরকারের পক্ষ থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।”
জনগণ ধৈর্য ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করবেন বলে আশাব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।