কদমতলীতে স্কুলছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কদমতলীতে স্কুলছাত্রীর মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা
প্রতীকী ছবি

রাজধানীর কদমতলীর শনির আখড়া এলাকায় সামিয়া আক্তার দিয়া নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, সামিয়া আত্মহত্যা করেছে।

গতকাল শুক্রবার রাতে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সামিয়া কুমিল্লার চান্দিনা উপজেলার জরুমডা গ্রামের মো. আনোয়ার হোসেনের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে কদমতলি-শনিরআখড়ার পলাশপুর এলাকায় ভাড়া বাসায় থাকত। সামিয়া ধনিয়া বর্ণমালা হাই স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের ভাই নাজমুল চরচাকে জানান, সন্ধ্যার পর সামিয়া বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দীর্ঘ সময় সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে বাথরুমের কাপড় রাখার হ্যাঙ্গারে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, “এক ছেলের সঙ্গে সামিয়ার প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানার পর পরিবার থেকে বকাঝকা করা হয়। তাছাড়া ওই ছেলের সঙ্গেও তার ঝামেলা চলছিল।”

নাজমুলের ধারণা, এসব ঘটনার চাপেই এ ঘটনা ঘটেছে।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি কদমতলি থানায় অবহিত করা হয়েছে।

সম্পর্কিত