আবারও ভূমিকম্পে কাঁপলো ঢাকা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
আবারও ভূমিকম্পে কাঁপলো ঢাকা
প্রতীকী ছবি: চরচা

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ১।

‎আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, নরসিংদীর শিবপুরে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল। ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে আর নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে, গত ২১ নভেম্বর ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প হয়। এরপর কয়েক দফায় আফটার শক অনুভূত হয়। সর্বশেষ প্রতিবেশী দেশ মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ফালামের ৮১ কিলোমিটার পূর্বে গত সোমবার দিবাগত রাতে একটি ভূমিকম্প আঘাত হেনেছে। চট্টগ্রামসহ বাংলাদেশের কিছু অংশেও এই কম্পন অনুভূত হয়েছে।

সম্পর্কিত