শেখ হাসিনার ভারতে থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
শেখ হাসিনার ভারতে থাকা তার ব্যক্তিগত সিদ্ধান্ত: জয়শঙ্কর
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছবি: রয়টার্স

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে যে অবস্থায় থাকছেন, তা সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “শেখ হাসিনা যে পরিস্থিতিতে ভারতে এসেছেন, সেটিই তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাকেই নিতে হবে।”

গত বছরের আগস্টে বাংলাদেশে অভ্যুত্থানের সময় শেখ হাসিনা দেশ ছাড়েন। টানা ১৫ বছরের শাসনামলে শেষ দিকে ছাত্র আন্দোলন দমনে কঠোর অবস্থানের অভিযোগ ওঠে তার সরকারের বিরুদ্ধে। যার পর দেশজুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরে ঢাকার একটি ‘বিশেষ ট্রাইব্যুনাল’ তার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড দেয়, যা দেশ–বিদেশে আলোচনার জন্ম দেয়।

শেখ হাসিনা যত দিন ইচ্ছা তত দিন ভারতে থাকতে পারবেন কি না জানতে চাইলে জয়শঙ্কর বলেন, “দেখুন, এটা একটা ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছিলেন। আমি মনে করি সেই পরিস্থিতি স্পষ্টভাবে একটি ফ্যাক্টর, যা তার জন্য কী ঘটবে তা নির্ধারণ করে। তবে আবারও বলছি, এটা এমন কিছু যার বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে।”

সাক্ষাৎকারে জয়শঙ্কর ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি বলেন, “বাংলাদেশের বর্তমান সরকার অতীত নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছিল। এখন তারা যদি সত্যিই পরিবর্তন চায়, তাহলে তাদের প্রথম কাজ হওয়া উচিত সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন করা।“

তিনি আরও বলেন, “ভারত সবসময়ই চায় প্রতিবেশী দেশগুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকুক। আমরা বাংলাদেশের ভালো চাই।”

জনগণের মতামতের ভিত্তিতে যেই সরকার আসুক, তারা যেন ইতিবাচক সম্পর্ক এগিয়ে নেয় এমন প্রত্যাশা ব্যক্ত করেন জয়শঙ্কর।

সম্পর্কিত