রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
রাশিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত
এএন-২২ উড়োজাহাজ। ছবি: উইকিপিডিয়া

রাশিয়ার রাজধানী মস্কোর পূর্বে একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে নেই।

গতকাল মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর আগে রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যমে বলা হয়েছিল, উড়োজাহাজটিতে সাতজন আরোহী ছিলেন।

রুশ কর্তৃপক্ষ জানায়, গতকাল একটি পরীক্ষামূলক ফ্লাইট চলাকালে আইভানোভো অঞ্চলের ইভানকোভো গ্রামের কাছে একটি এএন-২২ উড়োজাহাজ দুর্ঘটনায় পড়ে। উড়োজাহাজটির সব ক্রু নিহত হয়েছেন।

এ ঘটনার সঙ্গে ইউক্রেন জড়িত কি না তা এখনো জানা যায়নি।

সম্পর্কিত