সব দলের অবস্থা বিবেচনা করে তফসিল ঘোষণার আহ্বান এনসিপির

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সব দলের অবস্থা বিবেচনা করে তফসিল ঘোষণার আহ্বান এনসিপির
নির্বাচন কমিশন কার্যালয়ে এনসিপির নেতারা। ছবি: চরচা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য সব রাজনৈতিক দলের অবস্থা বিবেচনায় নিতে নির্বাচন কমিশনকে (ইসি) আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এই তথ্য জানান।

এ সময় নাহিদ ইসলাম বলেন, “রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে সব দলের প্রস্তুতির জন্য ভালো হয়–এমন সময়ে তফসিল ঘোষণার আহ্বান জানাচ্ছি। তফসিল দেওয়ার সময় যেন রাজনৈতিক দলগুলো স্থিতিশীল অবস্থায় থাকে।’’

এনসিপি আহ্বায়ক বলেন, “লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ রয়েছে। আমাদেরও উদ্বেগ রয়েছে। এখন যেই ডিসি-এসপি বদলি হচ্ছে, সেই বিষয়ে যাতে নির্বাচন কমিশন খেয়াল রাখে। সেখানে রাজনৈতিক প্রভাব আছে বলে আমরা মনে করছি। এ বিষয়ে নির্বাচন কমিশন যাতে ব্যবস্থা গ্রহণ করে। কারণ যদি রাজনৈতিক প্রভাব এই বদলিগুলার ক্ষেত্রে থাকে, তাহলে নির্বাচনে কিন্তু এটার প্রভাব পড়বে।”

নাহিদ ইসলাম বলেন, “ডিসি-এসপি কোন প্রক্রিয়ায় এটা হবে বা হচ্ছে এবং আগের অভিযোগগুলোর কী ব্যবস্থা নেওয়া হলো, সেটাও আমরা পাইনি। সেজন্য আমরা বলেছি এই ডিসি-এসপি নিয়োগে রাজনৈতিক প্রভাব থাকতে পারে। আমরা বিভিন্ন জায়গায় সেটা খোঁজ পাচ্ছি। নির্বাচন কমিশন যাতে এ বিষয়ে সচেতন হয়।”

ইসির প্রতি অনাস্থা জানিয়েছিল এনসিপি, এখন ইসিকে নিয়ে কী ভাবছে–জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, “নির্বাচন কমিশন নিয়ে আমাদের সেই উদ্বেগ এখনো আছে। নির্বাচন কমিশন পুরনো আইনে গঠিত হয়েছে। আমরা এটার বিরোধিতা করেছি। আমরা বলেছিলাম যে, সংস্কার প্রস্তাবনা অনুযায়ী এটি গঠিত হওয়া উচিত ছিল। কিন্তু আমরা তো নির্বাচনের পথেও এগোতে চাই। যেহেতু বিদ্যমান বাস্তবতা অনুযায়ী সরকার এটি করেছে। আমরা এজন্য সেটার আর কঠোর হইনি সেই বিষয়ে।’’

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমাদের গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া অসুস্থ রয়েছেন। ফলে এখানে বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশন যেটা রয়েছে, সেটা হলো একটা সংকটময় পরিস্থিতি। আমরা বলছি সংকটগুলো উত্তরণ করে একটা সুন্দরভাবে তফসিল দিয়ে সবাইকে অনবোর্ড করে ভোটিং প্রসেসে যাওয়ার জন্য।’’

সম্পর্কিত