জাপানের আকাশে রাশিয়া–চীনের যৌথ টহল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
জাপানের আকাশে রাশিয়া–চীনের যৌথ টহল
রাশিয়ার টু-৯৫ পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান। ছবি: রয়টার্স

জাপানের কাছাকাছি আকাশে রাশিয়া ও চীনের যৌথ সামরিক তৎপরতা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার রাশিয়ার দুইটি টু-৯৫ পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে পূর্ব চীন সাগরের দিকে গিয়ে চীনের দুইটি এইচ-৬ বোমারু বিমানের সঙ্গে মিলে যৌথ মহড়া চালায়। পরে এই অভিযানে চারটি চীনা জে-১৬ যুদ্ধবিমানও অংশ নেয়।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এই বিমানের গতিবিধি টোকিওর জন্য নিরাপত্তা হুমকি তৈরি করায় পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য তাদের যুদ্ধবিমান দ্রুত আকাশে পাঠানো হয়। যৌথ এই মহড়ায় ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী দিয়ে যুদ্ধবিমান যাতায়াত করে, যা আন্তর্জাতিক জলসীমা হিসেবে পরিচিত হলেও এটি জাপানের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অঞ্চল।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, ”এসব যৌথ টহল স্পষ্ট ভাবেই জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের।”

দেশটির মন্ত্রণালয় আরও জানায়, একই সময়ে জাপান সাগরে রাশিয়ার একটি আগাম সতর্কীকরণ বিমান এ-৫০ এবং দুটি সু-৩০ যুদ্ধবিমানের উপস্থিতিও শনাক্ত করা হয়েছে।

রাশিয়ার গণমাধ্যম জানায়, এই যৌথ উড়ান মহড়া আট ঘণ্টা স্থায়ী ছিল। একই সঙ্গে দক্ষিণ কোরিয়াও জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে সাতটি রুশ ও দুটি চীনা বিমান প্রবেশ করেছিল– যা পুরো অঞ্চলে সামরিক উত্তেজনার মাত্রা আরও বাড়িয়েছে।

চীন–জাপান সম্পর্ক সাম্প্রতিক সময়ে নতুন উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে, বিশেষ করে যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ঘোষণা দেন, তাইওয়ানের বিরুদ্ধে চীনের যে কোনো সামরিক পদক্ষেপ যদি জাপানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে, তবে টোকিও প্রতিক্রিয়া জানাতে বাধ্য হবে।

রাশিয়া ও চীনের সাম্প্রতিক বছরগুলোর সামরিক সহযোগিতাও চোখে পড়ার মতো বেড়েছে। যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরে নৌ মহড়া–সব মিলিয়ে দুই দেশের ঘনিষ্ঠতা জাপানসহ অনেক দেশকেই সতর্ক করে তুলছে।

এসব ঘটনায় স্পষ্ট হচ্ছে যে, পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করছে এবং শক্তির পাল্টাপাল্টি প্রদর্শন ভবিষ্যতে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।

সম্পর্কিত