
তাইওয়ানকে ঘিরে চীনের সাম্প্রতিক যুদ্ধ মহড়া এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ‘অহেতুক উত্তেজনা বাড়িয়েছে’ বলে মন্তব্য করেছে আমেরিকা। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বেইজিংকে সামরিক চাপ প্রয়োগ বন্ধ করে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে।

শেষ হতে যাওয়া বছরটি চীনের জন্য তুলনামূলকভাবে সফল ছিল। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে যুক্তরাষ্ট্র যখন নিজের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকেই দুর্বল করে ফেলছে, তখন চীন তুলনামূলকভাবে সংযত কূটনীতি অবলম্বন করেছে।

একটি দায়িত্বশীল শক্তি এভাবে সামরিক চাপ বাড়াতে পারে না। তবে তিনি আশ্বস্ত করেন, তাইওয়ান সংঘাত উসকে দেবে না। তবে দেশের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দেওয়ার কয়েক দিনের মধ্যেই চীন শুরু করেছে ‘জাস্টিস মিশন ২০২৫’ নামের সামরিক মহড়া। এই মহড়ায় চীনের স্থল-নৌ-বিমানবাহিনী ও রকেট ফোর্স অংশ নিচ্ছে। তাইওয়ানকে কেন্দ্র করে চীন আমেরিকা কি যুদ্ধে জড়িয়ে পরবে?

তাইওয়ান ঘিরে চীনের ‘জাস্টিস মিশন ২০২৫’ সামরিক মহড়া শুরু হয়েছে। লাইভ-ফায়ার অনুশীলনসহ সেনা, নৌ ও বিমান বাহিনী মোতায়েন করেছে পিএলএ। অস্ত্র সহায়তা ইস্যুতে যুক্তরাষ্ট্র–চীন উত্তেজনার প্রেক্ষাপটে এই মহড়া গুরুত্বপূর্ণ।

বিশ্লেষকদের মতে, তাইওয়ান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তবে একই সঙ্গে চীন আমেরিকার সাথে বাণিজ্য স্থিতিশীলতা বজায় রাখতে চায়। সে কারণে চীন প্রতিক্রিয়া জানাতে হয়তো সতর্ক থাকবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় ও তাইওয়ান বিষয়ক দপ্তরের নিন্দাসূচক বক্তব্য সবাই দেখেছে।

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকায় রিখটার স্কেলে ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার স্থানীয় সময় রাতের দিকে আঘাত হানা এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

চীনের কাছে প্রায় ৬০০টি পরমাণু অস্ত্র রয়েছে। ধারণা করা হচ্ছে, ২০৩০ সালের মধ্যে এই সংখ্যা ১ হাজার ছাড়িয়ে যাবে।

তাইওয়ানের রাজধানী তাইপেতে একটি মেট্রো স্টেশনে ছুরি নিয়ে হামলার ঘটনা ঘটেছে। এতে হামলাকারীসহ অন্তত চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রী শিনজিরো কোইজুমি বলেন, ”এসব যৌথ টহল স্পষ্ট ভাবেই জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে যা জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের।”

ইয়োনাগুনি এখন আর শুধু একটি দ্বীপ নয়, এটি পরিণত হয়েছে প্রশান্ত মহাসাগরীয় শক্তির লড়াইয়ের প্রতীক হিসেবে। যুক্তরাষ্ট্র ও জাপান এটিকে প্রতিরক্ষা বলয় হিসেবে দেখছে, অন্যদিকে চীন এটিকে স্পষ্ট উসকানি হিসেবে বিবেচনা করতে পারে।

তাইওয়ান নিয়ে জাপানের সাম্প্রতিক মন্তব্যে বেইজিং কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচিকে সামরিক হস্তক্ষেপের চেষ্টার জন্য অভিযুক্ত করেছেন, যা চীন-জাপানের সম্পর্কের জন্য সবচেয়ে বড় সংকটে পরিণত হয়েছে। এই বিবাদ জাতিসংঘ পর্যন্ত গড়িয়েছে।

ঘটনার সূত্রপাত গত সপ্তাহে জাপানের পার্লামেন্ট থেকে। সেখানে এক বিরোধী আইনপ্রণেতা তাকাইচির কাছে জানতে চান, তাইওয়ান ইস্যুতে জাপানের অস্তিত্বের জন্য হুমকি এলে কী পরিস্থিতি হতে পারে।