এবার ভারতের কৃষিপণ্যে শুল্কারোপের হুমকি ট্রাম্পের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এবার ভারতের কৃষিপণ্যে শুল্কারোপের হুমকি ট্রাম্পের
ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ভারতের কৃষিপণ্যে নতুন করে শুল্কারোপ করতে পারেন বলে সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল সোমবার হোয়াইট হাউসে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন।

ট্রাম্প জানান, ভারত থেকে চাল আমদানি এবং কানাডা থেকে সারের আমদানির ওপর নতুন শুল্কারোপ করা হতে পারে। কারণ, উভয় দেশের সঙ্গে বাণিজ্য আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি ছাড়াই চলছে।

ওই বৈঠকে তিনি আমেরিকান কৃষকদের জন্য কয়েক বিলিয়ন ডলারের একটি কৃষি ত্রাণ প্যাকেজ উন্মোচন করেন। একই সঙ্গে ভারত ও অন্যান্য এশীয় সরবরাহকারীদের কাছ থেকে কৃষি আমদানির তীব্র সমালোচনা করেন।

ট্রাম্পের দাবি, আমদানি দেশীয় উৎপাদকদের জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে। তিনি আমেরিকান কৃষকদের রক্ষা করার জন্য শুল্ককে ব্যবহার করার কথা জানান। ট্রাম্প জানান, তার প্রশাসন আমেরিকান কৃষকদের জন্য ১২ বিলিয়ন ডলার অর্থনৈতিক সহায়তা বরাদ্দ করবে।

ভারত-আমেরিকা কৃষি বাণিজ্য গত দশকে বৃদ্ধি পেয়েছে। ভারত আমেরিকায় বাসমতি, অন্যান্য চাল পণ্য, মশলা এবং সামুদ্রিক পণ্য রপ্তানি করে এবং আমেরিকা থেকে বাদাম, তুলা এবং ডাল আমদানি করে।

সম্পর্কিত