
ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়াতে কঠোর পদক্ষেপের পথে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে তেল ও ইউরেনিয়াম কেনা দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শেষ হতে যাওয়া বছরটি চীনের জন্য তুলনামূলকভাবে সফল ছিল। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুর দিকে যুক্তরাষ্ট্র যখন নিজের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকেই দুর্বল করে ফেলছে, তখন চীন তুলনামূলকভাবে সংযত কূটনীতি অবলম্বন করেছে।

কাস্টমস ডিউটি হ্রাস ছাড়াও খেজুর আমদানি আরও সহজ করতে পূর্বের বাজেটে সংশোধিত অগ্রিম আয়কর (এআইটি) সুবিধা বহাল রয়েছে। খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে এআইটি ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

চীন ও ভারতসহ এশিয়ার বেশ কয়েকটি দেশের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে মেক্সিকো। এমন একটি সময়ে এই শুল্কারোপের ঘোষণা এলো, যখন চীনের সঙ্গে বাণিজ্য সীমিত করা নিয়ে ওয়াশিংটনের ব্যাপক চাপের মুখে ছিল মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম।

১৯৪৪ সালের পানি চুক্তি লঙ্ঘনের অভিযোগে মেক্সিকোকে ৫% শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি মেক্সিকো যুক্তরাষ্ট্রের কাছে ৮ লাখ একর-ফুট (৪ লাখ৩ হাজার৩৩৩ কিউসেক) পানি বকেয়া রেখেছে। মেক্সিকো বলছে, খরা পরিস্থিতির কারণেই সরবরাহ কমেছে এবং আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রোটোকল ভেঙে বিমানবন্দরে পুতিনকে স্বাগত জানান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার বিষয়টি দেখিয়ে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন । কিন্তু তাতেও দমে যাননি মোদি আর পুতিন।

বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ভারতের কৃষিপণ্যে নতুন করে শুল্কারোপ করতে পারেন বলে সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চলতি বছরে চীনের পণ্যবাণিজ্যের উদ্বৃত্ত প্রথমবারের মতো ১ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধের মধ্যেও রপ্তানি বেড়ে যাওয়ায় এই সাফল্য এসেছে বলে ধারণা করা হচ্ছে।

এবারের ব্ল্যাক ফ্রাইডেতে রেকর্ড সংখ্যক মার্কিন ক্রেতা দোকানে গেলেও ব্যয়ের পরিমাণ কমতে পারে, কারণ শুল্কের চাপে খুচরা বিক্রেতারা দিচ্ছে তুলনামূলক কম ছাড়। নভেম্বর–ডিসেম্বরে বিক্রি প্রথমবারের মতো এক ট্রিলিয়ন ডলার ছাড়াতে পারে, তবে গত বছরের তুলনায় প্রবৃদ্ধি ধীর।

ভারত জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। তবে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্য জরিমানা স্বরূপ পালটা শুল্ক হিসেবে মোট ৫০% শুল্ক দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া পণ্যে।

প্রেসিডেন্ট সি’র সঙ্গে বৈঠক সম্পর্কে ট্রাম্প বলেন, “আমরা বিস্তারিতসহ একটি বিবৃতি প্রকাশ করব। তবে ০ থেকে ১০-এর স্কেলে যদি ১০ হয় সর্বোচ্চ, তাহলে এই বৈঠক ছিল ১২।”

ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রশংসা করে তাকে ‘সবচেয়ে সুন্দর দেখতে মানুষ’ এবং ‘খুবই কড়া প্রকৃতির’ মানুষ বলে উল্লেখ করেন।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে। তবে বাংলাদেশ থেকে ৮০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে, অন্টারিও রাজ্যের একটি ‘শুল্কবিরোধী’ বিজ্ঞাপনকে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যের উপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে, অন্টারিও রাজ্যের একটি ‘শুল্কবিরোধী’ বিজ্ঞাপনকে

ট্রাম্প বৃহস্পতিবার রাতে ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘‘এই অগ্রহণযোগ্য আচরণের কারণে, কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ করা হলো।’’

ট্রাম্প বৃহস্পতিবার রাতে ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘‘এই অগ্রহণযোগ্য আচরণের কারণে, কানাডার সঙ্গে সব বাণিজ্য আলোচনা বন্ধ করা হলো।’’

প্রশ্নটা আসলে চীন জিতেছে কি না তা নয়। আসল প্রশ্ন হলো, আমেরিকা কি আবার সেই শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পেতে পারবে, যা একসময় তাকে বিশ্বের সবচেয়ে গতিশীল সমাজে পরিণত করেছিল?

প্রশ্নটা আসলে চীন জিতেছে কি না তা নয়। আসল প্রশ্ন হলো, আমেরিকা কি আবার সেই শক্তি ও আত্মবিশ্বাস ফিরে পেতে পারবে, যা একসময় তাকে বিশ্বের সবচেয়ে গতিশীল সমাজে পরিণত করেছিল?