কানাডার ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
কানাডার ওপর বাড়তি ১০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসির সৌজন্যে

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক আরও ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। এই সিদ্ধান্তের পেছনে কারণ হিসেবে দেখা হচ্ছে, অন্টারিও রাজ্যের একটি ‘শুল্কবিরোধী’ বিজ্ঞাপনকে। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যানের একটি পুরোনো ক্লিপ ব্যবহার করা হয়। যেখানে তিনি শুল্কের সমালোচনা করেন।

ট্রাম্প এই বিজ্ঞাপনকে ‘প্রতারণামূলক ও শত্রুতামূলক’ বলে অভিহিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র রোববার প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, কানাডা এই বিজ্ঞাপন সরানোর প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তিনি যোগ করেন, “তাদের তথ্য বিকৃতি ও শত্রুতামূলক আচরণের কারণে কানাডার পণ্যের ওপর বর্তমান শুল্কের ওপর আরও ১০ শতাংশ যোগ করা হচ্ছে।”

গত বৃহস্পতিবার ট্রাম্প কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা থেকে সরে আসার ঘোষণা দেন। এর পরদিন অন্টারিওর প্রধানমন্ত্রী ডাগ ফোর্ড জানান, আলোচনার সুযোগ রক্ষার্থে তারা ‘অ্যান্টি-ট্যারিফ’ বিজ্ঞাপনের প্রচার স্থগিত করবেন।

ট্রাম্প প্রশাসনের শুল্কনীতির বিরোধিতা সত্ত্বেও কানাডা এখনও আমেরিকার সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে পারেনি। বর্তমানে যুক্তরাষ্ট্র কানাডার সকল পণ্যের উপর গড়ে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছে, যদিও বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির কারণে অনেক পণ্য শুল্কমুক্ত।

কানাডার মোট রপ্তানির প্রায় তিন-চতুর্থাংশ আমেরিকায় যায়, এবং দেশটির অটোমোবাইল শিল্পের বড় অংশ অন্টারিও প্রদেশে অবস্থিত।

সম্পর্কিত