সংস্কারের জন্মই দিয়েছে বিএনপি: ফখরুল

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সংস্কারের জন্মই দিয়েছে বিএনপি: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপি সংস্কারের জন্ম দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, যারা ধর্মকে পুঁজি করে যারা আধিপত্য বিস্তার করতে চায় সেসব কালো শক্তিকে রুখে দিতে হবে।

মির্জা ফখরুল বলেন,আগামী নির্বাচন সত্যিকার অর্থেই নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে দেশ গড়ার সুযোগ এসেছে।

যারা বলে বিএনপি সংস্কার চায়না তাদের উদ্দেশে তিনি বলেন, সংস্কারের জন্মই দিয়েছে বিএনপি।

মুক্তিযুদ্ধ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ৭১ এ জাতির অস্তিত্ব। যারা মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ কথা বলে তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

সম্পর্কিত