চরচা ডেস্ক

সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ধরনের ভৌত ক্ষতি বা স্থানচ্যুতি হয়নি বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
আজ সোমবার উত্তরা ডিএমটিসিএল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ফারুক আহমেদ বলেন, “যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভূমিকম্পের পরপরই মেট্রোরেলের সব অবকাঠামো সরেজমিনে পরীক্ষা করা হয়। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা ধরে স্টেশন, পিলার, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামো পর্যবেক্ষণ করা হয়েছে।”
তিনি নিজেও পরিদর্শনে উপস্থিত ছিলেন বলে জানান। এর পাশাপাশি জনসেবা কার্যক্রম পুনরায় চালুর আগে দুই দিক থেকে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়।
তিনি জানান, ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় বিয়ারিং প্যাডগুলো আলাদাভাবে পরীক্ষা করা হয়েছে। কাঠামোগত কোনো সমস্যা না পাওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ কারণে ওইদিন মেট্রোরেল সেবা প্রায় ২৭ মিনিট বিলম্ব হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘’ভূমিকম্পের পর বিভিন্ন ভুয়া ও এআই দিয়ে তৈরি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে মেট্রোরেল ভেঙে পড়েছে বলে দাবি করা হয়–যার কোনো ভিত্তি নেই। সবাইকে যাচাই ছাড়া এসব তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানাচ্ছি।‘’

সাম্প্রতিক ভূমিকম্পে মেট্রোরেলের কোনো ধরনের ভৌত ক্ষতি বা স্থানচ্যুতি হয়নি বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ।
আজ সোমবার উত্তরা ডিএমটিসিএল কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। বাসসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
ফারুক আহমেদ বলেন, “যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ভূমিকম্পের পরপরই মেট্রোরেলের সব অবকাঠামো সরেজমিনে পরীক্ষা করা হয়। প্রায় ৪ থেকে ৫ ঘণ্টা ধরে স্টেশন, পিলার, রেললাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাঠামো পর্যবেক্ষণ করা হয়েছে।”
তিনি নিজেও পরিদর্শনে উপস্থিত ছিলেন বলে জানান। এর পাশাপাশি জনসেবা কার্যক্রম পুনরায় চালুর আগে দুই দিক থেকে পরীক্ষামূলক ট্রেন চালানো হয়।
তিনি জানান, ফার্মগেট ও বিজয় সরণি এলাকায় বিয়ারিং প্যাডগুলো আলাদাভাবে পরীক্ষা করা হয়েছে। কাঠামোগত কোনো সমস্যা না পাওয়ায় নির্ধারিত সময়ের কিছুটা দেরিতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ কারণে ওইদিন মেট্রোরেল সেবা প্রায় ২৭ মিনিট বিলম্ব হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব বিষয়ে ফারুক আহমেদ বলেন, ‘’ভূমিকম্পের পর বিভিন্ন ভুয়া ও এআই দিয়ে তৈরি ভিডিও ছড়ানো হয়েছে, যেখানে মেট্রোরেল ভেঙে পড়েছে বলে দাবি করা হয়–যার কোনো ভিত্তি নেই। সবাইকে যাচাই ছাড়া এসব তথ্য বিশ্বাস না করার অনুরোধ জানাচ্ছি।‘’