শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
শাকসু নির্বাচন হাইকোর্টে স্থগিত
ফাইল ছবি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। আগামীকাল (২০ জানুয়ারি) শাকসু নির্বাচনের ভোট হওয়ার কথা ছিল।

আজ সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

গতকাল রোববার শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মমিনুর রশিদ শুভ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের আগে সব ধরনের নির্বাচন বন্ধ রাখার নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন। এ অবস্থায় শাকসু নির্বাচন হতে দেওয়া আইনসঙ্গত নয়। আগামীকাল শাকসু নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এদিকে, গতকাল শাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারণার সময় ১২ ঘণ্টা বাড়ানো হয়। প্রধান নির্বাচন কমিশনার আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ এক বিজ্ঞপ্তিতে নির্বাচনী প্রচারের জন্য ১২ ঘণ্টা সময় বাড়ানোর কথা জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন দেশের সব নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেওয়ায় শাকসু নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনী প্রচারে বিঘ্ন ঘটে। পরে বৃহস্পতিবার নির্বাচন কমিশন শাকসু নির্বাচন ২০ জানুয়ারি নির্বাচনের অনুমতি দেয়। প্রার্থীদের প্রচারের সুবিধার্থে শাকসু নির্বাচনের প্রচারের শেষ সময় রোববার রাত ৯টা পর্যন্ত বাড়ানো হলো।

নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, ভোট গ্রহণের ৪৮ ঘণ্টা আগে নির্বাচনী প্রচারের সময় শেষ হওয়ার কথা। সেই হিসেবে শনিবার রাত ১০টায় সময় শেষ হওয়ার কথা থাকলেও কয়েকজন প্রার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে।

সম্পর্কিত