চরচা ডেস্ক

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না—এমন একটা খবর জানিয়েছিল পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার ও পাকিস্তান অবজারভার। এমনকি ভারতের মাটিতে খেলা না খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির আলোচনায় অচলাবস্থার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করার নির্দেশ দিয়েছে, এমন একটা খবরও কাল প্রচার করেছে এই গণমাধ্যমটি। তবে পিসিবি জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। অর্থাৎ, বাংলাদেশ বিশ্বকাপে না গেলে পাকিস্তান যাবে না—এমন কোনো সিদ্ধান্ত পিসিবি নেয়নি।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণও নেই। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায়। বিশ্বকাপ বয়কট করার মতো কোনো কিছুই আইসিসিকে দেখাতে পারবে না পাকিস্তান। পাকিস্তান তো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজও খেলে এসেছে। এ ধরনের সংবাদ ভিত্তিহীন ও এগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার জন্য প্রচার করা হচ্ছে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দিয়েছে, ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে তারা খেলতে যাবে না। এ নিয়ে চলছে দরকষাকষি। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দলও বৈঠক করে গেছে।
বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে গ্রুপ আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল–বদলের। যেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারে। যদিও আয়ারল্যান্ড এ প্রস্তাবে রাজি নয়। আইসিসিও জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে।
এদিকে, ইএসপিএন–ক্রিকইনফো খবর দিয়েছে, নিজেদের সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে নাকি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত না জানালে বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। যদিও বিসিবি ইএসপিএন–ক্রিকইনফোর এই খবর অস্বীকার করেছে।

বাংলাদেশ বিশ্বকাপে না খেললে পাকিস্তানও খেলবে না—এমন একটা খবর জানিয়েছিল পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার ও পাকিস্তান অবজারভার। এমনকি ভারতের মাটিতে খেলা না খেলা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসির আলোচনায় অচলাবস্থার মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাকিস্তান দলের বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করার নির্দেশ দিয়েছে, এমন একটা খবরও কাল প্রচার করেছে এই গণমাধ্যমটি। তবে পিসিবি জানিয়ে দিয়েছে, এ ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। অর্থাৎ, বাংলাদেশ বিশ্বকাপে না গেলে পাকিস্তান যাবে না—এমন কোনো সিদ্ধান্ত পিসিবি নেয়নি।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার যুক্তিসঙ্গত কোনো কারণও নেই। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কায়। বিশ্বকাপ বয়কট করার মতো কোনো কিছুই আইসিসিকে দেখাতে পারবে না পাকিস্তান। পাকিস্তান তো বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কায় গিয়ে সিরিজও খেলে এসেছে। এ ধরনের সংবাদ ভিত্তিহীন ও এগুলো পরিস্থিতিকে আরও উত্তপ্ত করার জন্য প্রচার করা হচ্ছে।
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়া হিসেবে বাংলাদেশ আইসিসিকে জানিয়ে দিয়েছে, ফেব্রুয়ারিতে টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে তারা খেলতে যাবে না। এ নিয়ে চলছে দরকষাকষি। বাংলাদেশে আইসিসির প্রতিনিধি দলও বৈঠক করে গেছে।
বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে গ্রুপ আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদল–বদলের। যেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে পারে। যদিও আয়ারল্যান্ড এ প্রস্তাবে রাজি নয়। আইসিসিও জানিয়ে দিয়েছে বিশ্বকাপ খেলতে হলে ভারতেই খেলতে হবে বাংলাদেশকে।
এদিকে, ইএসপিএন–ক্রিকইনফো খবর দিয়েছে, নিজেদের সিদ্ধান্ত জানাতে বাংলাদেশকে নাকি ২১ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আইসিসি। ২১ জানুয়ারির মধ্যে সিদ্ধান্ত না জানালে বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে। যদিও বিসিবি ইএসপিএন–ক্রিকইনফোর এই খবর অস্বীকার করেছে।