চরচা প্রতিবেদক

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার দলগুলোর প্রধানদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে কমিশন তাদের সতর্ক থাকার নির্দেশ দেয়।
বিএনপি এই দলগুলোর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল। রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করা হয়।
নির্বাচনী নিয়ম অনুযায়ী, ২১ জানুয়ারির আগে কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ। কিন্তু এই দলগুলো সেই নিয়ম না মেনে প্রচারণা অব্যাহত রেখেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এই কাজ 'রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫'-এর ১৮ নম্বর বিধির লঙ্ঘন।
নির্বাচন কমিশন দলগুলোর অভিযোগ যাচাই-বাছাই করে দেখেছে, তারা সময়ের আগেই প্রচারণা চালাচ্ছে। তাই ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে এবং নির্বাচনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য দলীয় প্রধানদের নির্দেশ দেন।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট চারটি রাজনৈতিক দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার দলগুলোর প্রধানদের কাছে এই সংক্রান্ত চিঠি পাঠিয়ে কমিশন তাদের সতর্ক থাকার নির্দেশ দেয়।
বিএনপি এই দলগুলোর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল। রাজনৈতিক দল জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করা হয়।
নির্বাচনী নিয়ম অনুযায়ী, ২১ জানুয়ারির আগে কোনো ধরনের প্রচারণা চালানো নিষিদ্ধ। কিন্তু এই দলগুলো সেই নিয়ম না মেনে প্রচারণা অব্যাহত রেখেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়। এই কাজ 'রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫'-এর ১৮ নম্বর বিধির লঙ্ঘন।
নির্বাচন কমিশন দলগুলোর অভিযোগ যাচাই-বাছাই করে দেখেছে, তারা সময়ের আগেই প্রচারণা চালাচ্ছে। তাই ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকতে এবং নির্বাচনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য দলীয় প্রধানদের নির্দেশ দেন।

মামলায় আট গ্রেপ্তার আসামির মধ্যে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাবেক এসআই ও পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা রয়েছেন। এদের একজন শেখ আবজালুল হক আদালতে রাজসাক্ষী হয়ে জবানবন্দি দেন এবং শহীদ পরিবারের কাছে ক্ষমা চান। অপরদিকে সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ আরও আটজন এখনও পলাতক।