চরচা ডেস্ক

নিপ্পন পেইন্ট বাংলাদেশকে উন্নত ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জানুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মূল লক্ষ্য নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।
সুবিধা চুক্তির আওতায় নিপ্পন পেইন্ট এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর সঙ্গে যুক্ত হবে। যার ফলে প্রায় ২০০ জন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সংগৃহীত অর্থের তথ্য তাৎক্ষণিকভাবে নিপ্পন পেইন্টের নিজস্ব ইআরপি সিস্টেমে দেখা যাবে। প্রতিষ্ঠানের নগদ অর্থ প্রবাহের দৃশ্যমানতা বৃদ্ধি পাবে। হিসাব মেলানোর বা রিকনসিলিয়েশন প্রক্রিয়া আরও সহজ হবে এবং আর্থিক নিয়ন্ত্রণ শক্তিশালী হবে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগটি তাদের প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়ন এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করার প্রতিশ্রুতিরই একটি অংশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন ইকবাল এবং আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ. কে. এম. ফয়সাল হালিম এবং এরিয়া হেড এস এম মুসা । নিপ্পন পেইন্টের পক্ষে জেনারেল ম্যানেজার রাজেশ সিরকার এবং সিনিয়র ম্যানেজার সালাহ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিপ্পন পেইন্ট বাংলাদেশকে উন্নত ট্রানজ্যাকশন ব্যাংকিং সল্যুশন প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ জানুয়ারি ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তিটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হয়।
এই চুক্তির মূল লক্ষ্য নিপ্পন পেইন্টের ডিলার ও ডিস্ট্রিবিউটরদের কাছ থেকে অর্থ সংগ্রহের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা এবং ব্যবসায়িক কার্যক্রমে স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করা।
সুবিধা চুক্তির আওতায় নিপ্পন পেইন্ট এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ‘কর্পনেট’-এর সঙ্গে যুক্ত হবে। যার ফলে প্রায় ২০০ জন ডিস্ট্রিবিউটরের কাছ থেকে সংগৃহীত অর্থের তথ্য তাৎক্ষণিকভাবে নিপ্পন পেইন্টের নিজস্ব ইআরপি সিস্টেমে দেখা যাবে। প্রতিষ্ঠানের নগদ অর্থ প্রবাহের দৃশ্যমানতা বৃদ্ধি পাবে। হিসাব মেলানোর বা রিকনসিলিয়েশন প্রক্রিয়া আরও সহজ হবে এবং আর্থিক নিয়ন্ত্রণ শক্তিশালী হবে।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, এই উদ্যোগটি তাদের প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে কর্পোরেট গ্রাহকদের ক্ষমতায়ন এবং টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করার প্রতিশ্রুতিরই একটি অংশ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. শাহীন ইকবাল এবং আসিফ বিন ইদ্রিস, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং এ. কে. এম. ফয়সাল হালিম এবং এরিয়া হেড এস এম মুসা । নিপ্পন পেইন্টের পক্ষে জেনারেল ম্যানেজার রাজেশ সিরকার এবং সিনিয়র ম্যানেজার সালাহ উদ্দিনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।