দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭০০ জনের মৃত্যু

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ৭০০ জনের মৃত্যু
ঘূর্ণিঝড়। ছবি: রয়টার্স

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে ঘূর্ণিঝড়ের কারণে প্রায় ৭০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশগুলোর সরকারি সংস্থার তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মালাক্কা প্রণালীতে তৈরি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে এক সপ্তাহ ধরে বৃষ্টিপাত হয় দক্ষিণ-পূর্ব এশিয়ায়। এই ঝড়ের কারণে বন্যার পানিতে আটকে পড়া মানুষের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ২৮ হাজারেরও বেশি বাড়িঘর এবং এক কোটি ৪০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে।

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ক্ষতিগ্রস্ত তিনটি প্রদেশ পরিদর্শন করেন। পরিদর্শনের সময় প্রাবোও সুবিয়ান্তো বলেন, “কিছু রাস্তা এখনো বিচ্ছিন্ন রয়েছে। তবে আমরা সমস্যাগুলো কাটিয়ে উঠতে যথাসাধ্য চেষ্টা করছি।”

অপরদিকে থাইল্যান্ডের দুর্যোগ সংস্থা দক্ষিণের আটটি প্রদেশে বন্যায় মৃতের সংখ্য ১৭৬ ছাড়িয়ে যাওয়ার তথ্য দিয়েছে। দেশটির তিন কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দনেশিয়ার সোংখলা প্রদেশে ১৩৮ জন নিহত হয়েছেন। দুর্যোগ অবস্থার অগ্রগতি নিয়ে সরকার জানিয়েছে, ৮৫% পানি সম্পর্কিত পরিষেবা পুনরুদ্ধার করা হয়েছে এবং শিগগিরই চালু করা হবে।

মালয়েশিয়ার দুর্যোগ সংস্থা জানায়, বন্যায় দেশটিতে তিন জন নিহত হয়েছেন। দেশটির ১১ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছেন। বন্যার দ্বিতীয় ও তৃতীয় ঢেউয়ের জন্য সতর্ক রয়েছে দেশটি।

দক্ষিণ-পূর্ব এশিয়া বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ফলে প্রতিকূল এবং বাজে আবহাওয়ার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে নভেম্বর মাসে ফিলিপাইন এবং ভিয়েতনামে টাইফুন আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ভবিষ্যতে দুর্যোগ আরও বৃদ্ধি পাবে।

সম্পর্কিত