চরচা ডেস্ক

চলমান সংঘাত, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অনিশ্চয়তা এবং আসন্ন জলবায়ু বিপর্যয় সত্ত্বেও ২০২৬ সালের জন্য বৈশ্বিক আশাবাদ দৃঢ় অবস্থানে রয়েছে। বহুজাতিক বাজার গবেষণা এবং পরামর্শ সংস্থা ইপসোস এই নিয়ে একটি জরিপ চালায়। জরিপের তথ্য অনুযায়ী, ৩০টি দেশের গড়ে ৭১ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সাল তাদের জন্য ভালো কাটবে। এই হার গত বছরের সমান এবং ২০২৩ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি। উল্লেখ্য যে, ২০২৩ সালে এই জরিপের ইতিহাসে মানুষের মধ্যে সবচেয়ে কম আশাবাদ দেখা গিয়েছিল।
অবশ্য বৈশ্বিক গড় এই হারের ভেতরে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন চিত্র লুকিয়ে আছে। জরিপ করা ৩০টি দেশের মধ্যে ৯০ শতাংশ ইতিবাচক সাড়া দিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। গত বছরও দেশটি শীর্ষস্থানে ছিল। তালিকার নিচের দিকে থাকা দেশগুলোর মধ্যে ফ্রান্সের মাত্র ৪১ শতাংশ এবং জাপানের ৪৪ শতাংশ মানুষ আগামী বছর নিয়ে আশাবাদী।
২০২৫ সালের রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ফ্রান্সে আশাবাদের হার গত বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। অন্যদিকে, জাপানে আশাবাদের হার ২০২৪ সালের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারত ও দক্ষিণ কোরিয়ায় আশাবাদের হার সবচেয়ে বেশি বেড়েছে। এই হার গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। যুক্তরাজ্যে আশাবাদ সামান্য কমে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে যা, গত বছরের চেয়ে ৩ শতাংশ কম। আর আমেরিকার ৬৬ শতাংশ মানুষ আগামী বছর নিয়ে আশাবাদী।
স্ট্যাটিস্টা'র এক প্রতিবেদনে জানানো হয়, ইপসোস-এর গ্লোবাল অ্যাডভাইজার (Global Advisor) এবং ইন্ডিয়াবাস (IndiaBus) নামের দুইটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ৩০টি দেশের নাগরিকদের কাছ থেকে আশাবাদ-বিষয়ক নানা ধরণের তথ্য সংগ্রহ করে। জরিপটি ২০২৫ সালের ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে। এই জরিপের জন্য ইপসোস মোট ২৩,৬৪২ জন মানুষের সাক্ষাৎকার নিয়েছে,যাদের বয়সসীমা ছিল ১৬ থেকে ৭৪ বছরের মধ্যে।

চলমান সংঘাত, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অনিশ্চয়তা এবং আসন্ন জলবায়ু বিপর্যয় সত্ত্বেও ২০২৬ সালের জন্য বৈশ্বিক আশাবাদ দৃঢ় অবস্থানে রয়েছে। বহুজাতিক বাজার গবেষণা এবং পরামর্শ সংস্থা ইপসোস এই নিয়ে একটি জরিপ চালায়। জরিপের তথ্য অনুযায়ী, ৩০টি দেশের গড়ে ৭১ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন যে, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সাল তাদের জন্য ভালো কাটবে। এই হার গত বছরের সমান এবং ২০২৩ সালের তুলনায় ১৬ শতাংশ বেশি। উল্লেখ্য যে, ২০২৩ সালে এই জরিপের ইতিহাসে মানুষের মধ্যে সবচেয়ে কম আশাবাদ দেখা গিয়েছিল।
অবশ্য বৈশ্বিক গড় এই হারের ভেতরে বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন চিত্র লুকিয়ে আছে। জরিপ করা ৩০টি দেশের মধ্যে ৯০ শতাংশ ইতিবাচক সাড়া দিয়ে তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। গত বছরও দেশটি শীর্ষস্থানে ছিল। তালিকার নিচের দিকে থাকা দেশগুলোর মধ্যে ফ্রান্সের মাত্র ৪১ শতাংশ এবং জাপানের ৪৪ শতাংশ মানুষ আগামী বছর নিয়ে আশাবাদী।
২০২৫ সালের রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ফ্রান্সে আশাবাদের হার গত বছরের তুলনায় ৯ শতাংশ কমেছে। অন্যদিকে, জাপানে আশাবাদের হার ২০২৪ সালের তুলনায় ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
ভারত ও দক্ষিণ কোরিয়ায় আশাবাদের হার সবচেয়ে বেশি বেড়েছে। এই হার গত বছরের তুলনায় ৯ শতাংশ বেশি। যুক্তরাজ্যে আশাবাদ সামান্য কমে ৫৮ শতাংশে দাঁড়িয়েছে যা, গত বছরের চেয়ে ৩ শতাংশ কম। আর আমেরিকার ৬৬ শতাংশ মানুষ আগামী বছর নিয়ে আশাবাদী।
স্ট্যাটিস্টা'র এক প্রতিবেদনে জানানো হয়, ইপসোস-এর গ্লোবাল অ্যাডভাইজার (Global Advisor) এবং ইন্ডিয়াবাস (IndiaBus) নামের দুইটি অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ৩০টি দেশের নাগরিকদের কাছ থেকে আশাবাদ-বিষয়ক নানা ধরণের তথ্য সংগ্রহ করে। জরিপটি ২০২৫ সালের ২৪ অক্টোবর থেকে ৭ নভেম্বরের মধ্যে সম্পন্ন হয়েছে। এই জরিপের জন্য ইপসোস মোট ২৩,৬৪২ জন মানুষের সাক্ষাৎকার নিয়েছে,যাদের বয়সসীমা ছিল ১৬ থেকে ৭৪ বছরের মধ্যে।