তারেকের নেতৃত্বে এশিয়ার প্রথম তিনটি দেশের একটি হবে বাংলাদেশ: রেজা কিবরিয়া

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
তারেকের নেতৃত্বে এশিয়ার প্রথম তিনটি দেশের একটি হবে বাংলাদেশ: রেজা কিবরিয়া
রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন রেজা কিবরিয়া। ছবি: চরচা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের নেতৃত্ব দিলে এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশকে প্রথম তিনটি দেশের মধ্যে নিয়ে আসতে সময় লাগবে না বলে মন্তব্য করেছেন রেজা কিবরিয়া।

আজ সোমবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যুক্ত হন রেজা কিবরিয়া। এরপর নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এসব বলেন তিনি।

এ সময় রেজা কিবরিয়া বলেন, “শেখ মুজিবের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবার শেখ হাসিনার হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র রক্ষায় কোনো রাজনৈতিক দলের এমন অবদান ইতিহাসে বিরল।

রেজা কিবরিয়া বলেন, “বিএনপিতে যোগ দিতে পেরে আমি গর্বিত এবং আনন্দিত। প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার আদর্শ। এমন নেতা হাজার বছরে জন্মাবে না।”

তারেক রহমানের প্রশংসা করে তিনি বলেন, “তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ব্লাড, তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্লাড, এটা ইনক্রেডিবল, বাংলাদেশে আর কারোর এই কোয়ালিটির ব্লাডলাইন নেই।”

“নতুন বাংলাদেশ গড়তে সবাই মিলে তারেক রহমানকে সহযোগিতা করারও অঙ্গীকার করেন রেজা কিবরিয়া। তিনি দেশে না থাকাটা দুঃখজনক হলেও, বিদেশে তিনি যা শিখছেন তা বাংলাদেশে প্রয়োগ করবেন।”

রেজা কিবরিয়া আরও বলেন, “দল যদি আমাকে জাতীয় পর্যায়ে কাজ করার সুযোগ দেয়, তবে আমি অবশ্যই চাই দেশের জন্য কাজ করতে। আমি আইএমএফের মতো লাভজনক–লোভনীয় চাকরি ছেড়ে শুধুমাত্র দেশের মানুষের জন্য কাজ করতে এসেছি। এটা ছিল আমার বাবার স্বপ্ন, আমি আশা করি তা পূরণ করতে পারব।”

সম্পর্কিত