এই প্রথম দেশের আদালতে কোনো ব্রিটিশ এমপির সাজা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক

ঢাকার পূর্বাচলে ১০ কাঠার প্লট দুর্নীতি শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের জেল দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম মামলাটির রায় ঘোষণা করেন। একই সঙ্গে মামলায় শেখ রেহানার সাত বছর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছরের জেল দিয়েছেন আদালত। প্রত্যেককে করা হয়েছে এক লাখ টাকা জরিমানা।

এই রায়ের ফলে দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা ঘোষণা করা হলো।

গত ১৩ জানুয়ারি এই মামলাটি দায়ের করেছিল দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অভিযোগ, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তিনজনই পূর্বাচলে ১০ কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাজ্যে সিটি মিনিস্টারের পদ থেকে নিজেকে সরিয়ে নেন টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ডেভেলপারের কাছ থেকে লন্ডনে ৭ লাখ পাউন্ড দামের একটি ফ্ল্যাট ‘উপহার’ নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। পাশাপাশি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগেও টিউলিপের নাম আসে।

২০১৫ সালে টিউলিপ প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে ২০১৭ ও ২০১৯ সালেও পুনঃনির্বাচিত হন।

সম্পর্কিত