ভেনেজুয়েলায় আমেরিকার হামলা: যা বলছে ইরান–রাশিয়া

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ভেনেজুয়েলায় আমেরিকার হামলা: যা বলছে ইরান–রাশিয়া
ভেনিজুয়েলায় আমেরিকার হামলা। ছবি: ফেসবুক

ভেনেজুয়েলায় আমেরিকার হামলা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ‘আটক’-এর দাবিকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে ইরান ও রাশিয়া এই হামলাকে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব লঙ্ঘন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমেরিকা ভেনেজুয়েলায় ‘বৃহৎ পরিসরের হামলা’ চালিয়েছে এবং অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘোষণার পরপরই তেহরান ও মস্কো প্রতিক্রিয়া জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আমেরিকার অভিযানের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, ভেনেজুয়েলার বিরুদ্ধে আমেরিকার সামরিক হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সরাসরি পরিপন্থী।

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকার পদক্ষেপকে ‘সশস্ত্র আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। মস্কো জানায়, ভেনেজুয়েলার জনগণের নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার রয়েছে এবং কোনো বহিরাগত শক্তির হস্তক্ষেপ তা কেড়ে নিতে পারে না।

রাশিয়া পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, চলমান সংকটের সমাধান অবশ্যই সংলাপ ও কূটনীতির মাধ্যমে হতে হবে।

কিউবা আমেরিকার হামলাকে ‘অপরাধমূলক আগ্রাসন’ আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট মিগেল দিয়াজ-ক্যানেল বলেন, এই হামলা শুধু ভেনেজুয়েলার জনগণের ওপর নয়, বরং পুরো লাতিন আমেরিকার শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর আঘাত।

ইউরোপীয় ইউনিয়ন জানায়, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি শ্রদ্ধা বজায় রেখে সব পক্ষকে সংযত আচরণ করতে হবে।

স্পেন সরকার উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের প্রস্তাব দিয়েছে। অন্যদিকে ইতালি জানিয়েছে, তারা ভেনেজুয়েলায় বসবাসরত প্রায় ১ লাখ ৬০ হাজার ইতালীয় নাগরিকের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ।

এর আগে ভেনেজুয়েলার রাজধানীতে আজ শনিবার অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেই সঙ্গে আকাশে অল্প উচ্চতায় উড়োজাহাজ উড়তে দেখা গেছে। হামলার পর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সারা দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

সম্পর্কিত