চরচা ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পর ইউক্রেনে সেনা পাঠাতে ২৬টি দেশ প্রস্তুত।
গতকাল বৃহস্পতিবার ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বৈঠকে তিনি এ কথা বলেন। ৩৫ দেশের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাদ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা চেয়েছেন। তবে রাশিয়া পশ্চিমা সেনা মোতায়েনের বিরোধিতা করেছে।
ইইউ জানিয়েছে, তারা ২০২৭ সালের মধ্যে রাশিয়ার তেল-গ্যাস আমদানি বন্ধ করবে। পশ্চিমা নেতারা ইউক্রেনকে সমর্থনে অটল থাকলেও কূটনীতিকরা মনে করছেন প্রকাশ্যে সেনা পাঠানোর ঘোষণা পুতিনের পশ্চিমাবিরোধী প্রচারণাকে আরও জোরদার করতে পারে।

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতির পর ইউক্রেনে সেনা পাঠাতে ২৬টি দেশ প্রস্তুত।
গতকাল বৃহস্পতিবার ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ বৈঠকে তিনি এ কথা বলেন। ৩৫ দেশের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাদ্যম ওয়ালস্ট্রিট জার্নাল।
ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘এ উদ্যোগে যুক্তরাষ্ট্রের সমর্থনও কয়েক দিনের মধ্যে চূড়ান্ত হবে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আকাশসীমার সর্বোচ্চ সুরক্ষা চেয়েছেন। তবে রাশিয়া পশ্চিমা সেনা মোতায়েনের বিরোধিতা করেছে।
ইইউ জানিয়েছে, তারা ২০২৭ সালের মধ্যে রাশিয়ার তেল-গ্যাস আমদানি বন্ধ করবে। পশ্চিমা নেতারা ইউক্রেনকে সমর্থনে অটল থাকলেও কূটনীতিকরা মনে করছেন প্রকাশ্যে সেনা পাঠানোর ঘোষণা পুতিনের পশ্চিমাবিরোধী প্রচারণাকে আরও জোরদার করতে পারে।

১৯৯১ সালের নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন।পাশাপাশি বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশ ভয়াবহভাবে কলুষিত হয়ে পড়েছে এবং উত্তরণের জন্য রাষ্ট্রীয় কাঠামোর মৌলিক সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেছেন বদিউল আলম মজুমদার।