
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সিপিজে এই আইনের ঠিক কোন ধারায় আলমগীরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তা নিশ্চিত করতে পারেনি। কারণ তারা এজাহারের কোনো অনুলিপি সংগ্রহ করতে পারেনি, যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু হয়। আদালত এই মামলার প্রেক্ষিতে আলমগীরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রধান উপদেষ্টা আহতদের সুস্থতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্ত স্থানে উদ্ধার কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছে।

ইকোনমিস্টের নিবন্ধ
শেখ হাসিনা ১৫ বছর ক্ষমতায় থেকে তিনি ক্রমশ আরও স্বৈরাচারী হয়ে উঠেছিলেন। দুর্বল করে দিয়েছিলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, আর নিঃশেষ করছিলেন দেশের রিজার্ভ। তার পতনে বাংলাদেশ এবং আন্তর্জাতিক মহলে গণতন্ত্রের বিজয় উদযাপিত হয়। সবাই আশা করেছিল, শেখ হাসিনার পতন দেশকে নতুন পথে নিয়ে যাবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমপদমর্যাদার কর্মকর্তা ছাড়াও কোস্টগার্ড এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একই পদমর্যাদার কর্মকর্তারা বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই জেলার জেলা প্রশাসককে অন্য জেলায় বদলি করা হয়েছে। উপসচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ১২ জেলায় জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশন আপ্যায়ন বাবদ ৮৩ কোটি টাকা ব্যয় করেছে— এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন ও সর্বৈব মিথ্যাচার বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। প্রেস উইং জানিয়েছে, এই পর্যন্ত কমিশনের আপ্যায়নে ব্যয় হয়েছে ৪৫ লাখ ৭৭ হাজার ৬৮৫ টাকা।

সামরিক কর্মকর্তাদের বিচার প্রসঙ্গে এবি পার্টির এই নেতা বলেন,গুম, খুন, আয়নাঘর এবং লাখো মানুষের জীবনকে বিপর্যস্ত করার পেছনে যারা জড়িত ছিলেন, তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করার আয়োজনকে আমরা স্বাগত জানাই।

প্রধান উপদেষ্টাকে ছয় মানবাধিকার সংস্থার খোলা চিঠি
র্যাব বিলুপ্তি, ডিজিএফআইকে সীমিত করা, আওয়ামী লীগসহ রাজনৈতিক বিবেচনায় এবং প্রমাণ ছাড়াই আটক বন্ধ, আন্তর্জাতিক মানবাধিকারের সঙ্গে সাংঘর্ষিক যাবতীয় আইন সংশোধনে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে ছয় মানবাধিকার সংস্থা খোলা চিঠি পাঠিয়েছে অন্তর্বর্তী সরকারপ্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া বিভাগের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, অন্তর্বর্তী সরকার যেন সেই একই আচরণে না জড়ায়, যা শেখ হাসিনার আমলে মানুষকে সহ্য করতে হয়েছিল।

গত বছর ৪ আগস্টই নতুন সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া জবানবন্দিতে জানালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলো যেসব দাবিতে আন্দোলনের কর্মসূচি দিয়েছে, সেসব নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনাও অব্যাহত রেখেছে। অনেকে বলেন, সরকারকে চাপে রাখতে এটি করা হয়েছে। এখন বিএনপিসহ অন্যান্য দলও যদি তাদের দাবি নিয়ে একইভাবে রাস্তায় নামে তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে?