পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, নিহত ৪

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি, নিহত ৪
ফাইল ছবি: রয়টার্স

ফের সংঘর্ষে জড়িয়েছে আফগানিস্তান ও পাকিস্তান। শুক্রবার গভীর রাতে সীমান্তে দুই দেশের বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে, এতে অন্তত চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার এ তথ্য নিশ্চিত করেছে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক জেলার গর্ভনর এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

সৌদি আরবের মধ্যস্ততায় শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় উত্তেজনা বেড়ে যাওয়ার পর এই সংঘর্ষের ঘটনা ঘটল।

সামাজিক যোগাযোগমাদ্যম এক্সে দেওয়া এত পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক শহরে হামলা চালিয়েছে।

অন্যদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্রের অভিযোগ, চামান সীমান্তে ‘উসকানি ছাড়াই গুলি’ চালিয়েছে আফগান বাহিনী।

বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে আল জাজিরা বলেছে, আফগানিস্তানের নাগরিকরা জানিয়েছেন, স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টা চলে সংঘর্ষ।

সংঘর্ষ আপাতত বন্ধ হয়েছে বলে জানিয়েছে কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলি মোহাম্মদ হকমাল।

অক্টোবরে দুই দেশের মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৭০ জন নিহত হন। এরপর কাতারের মধ্যস্ততায় ১৯ অক্টোবর যুদ্ধবিরতি ঘটে। তালেবান ক্ষমতায় ফেরার পর সীমান্তে এটিই সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা।

যুদ্ধবিরতির পর উত্তেজনা কমাতে সৌদি আরব, কাতার ও তুরস্কে একের পর এক বৈঠকের পর এবার সৌদি আরবে আফগান ও পাকিস্তানি কর্মকর্তারা বসেছিলেন, কিন্তু সেই আলোচনাও কোনো ফল বয়ে আনেনি।

২০২১ সালে তালেবানরা আফগানিস্তানের ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। ইসলামাবাদ সরকার তালেবানের বিরুদ্ধে সশস্ত্র গোষ্ঠীগুলোকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছে। এই গোষ্ঠীগুলো প্রায়ই পাকিস্তানে হামলা চালায়। তবে আফগানিস্তানের তালেবান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

সম্পর্কিত