নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই, ভোটের সময় বাড়ল ১ ঘণ্টা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
নির্বাচনের তফসিল ঘোষণা চলতি সপ্তাহেই, ভোটের সময় বাড়ল ১ ঘণ্টা
নির্বাচন কমিশন। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কবে ঘোষণা করা হবে, তা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন জানায়, আগামী ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কোনো দিন ঘোষণা করা হবে এ নির্বাচনের তফসিল। আজ রোববার এ সংক্রান্ত বৈঠকের পর ইসির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন করতে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোট হবে।

ইসি কমিশনার আজ জানান, ‘‘চলতি সপ্তাহের মধ্যেই সংসদ নির্বাচন ও গণভোটের জন্য তফসিল ঘোষণা করা হবে। তফসিল উপলক্ষ্যে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেব।’’

এদিকে তফসিল বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে প্রধান নির্বাচন কমিশনারসহ চার কমিশনার ও সচিব যাচ্ছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ে।

সম্পর্কিত