চালু হলো ফিফা শান্তি পুরস্কার, পেলেন ট্রাম্প

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
চালু হলো ফিফা শান্তি পুরস্কার, পেলেন ট্রাম্প
প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ ও সংঘাত পরিস্থিতি শান্ত করার ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখার জন্য প্রথম ফিফা শান্তি পুরস্কার পেয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টস ভেন্যুতে ফিফা বিশ্বকাপ-২০২৬ এর ড্র অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।

আল জাজিরা জানিয়েছে, পুরস্কার পেয়ে ফিফাকে ধন্যবাদ জানিয়ে ট্রাম্প বলেন, “আপনাদের অনেক ধন্যবাদ, এটি সত্যিই আমার জীবনের বিশেষ সম্মাননা। আমরা লাখ লাখ মানুষের জীবন রক্ষা করতে পেরেছি।”

অনুষ্ঠানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পের হাতে পদক ও সনদ তুলে দেন। তিনি বলেন, গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করার জন্য তার (ট্রাম্পের) নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি।

ট্রাম্পকে একটি নতুন সোনালী ট্রফি, একটি সোনালী পদক ও একটি সনদ প্রদান করে ইনফান্তিনো তার উদ্দেশে বলেন, “এটা আপনার পুরস্কার, আপনার শান্তি পুরস্কার।”

ফিফার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থাটি এ পুরস্কার ঘোষণা করে। মূলত, শান্তি প্রতিষ্ঠার জন্য ব্যতিক্রমী, অসাধারণ পদক্ষেপ গ্রহণকারী এবং বিশ্বজুড়ে মানুষকে ঐক্যবদ্ধ করা ব্যক্তিদের পুরস্কৃত করার জন্য এটি চালু করা হয়েছিল।

শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার দৌড়ে ব্যাপক আলোচনায় ছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও শেষ পর্যন্ত নোবেল ইনস্টিটিউটের বিজয়ীর তালিকায় থাকতে পারেননি তিনি। তবে শেষমেষ ফিফার শান্তি পুরস্কার পেলেন তিনি।

এদিকে, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) জানিয়েছে, তারা ফিফার কাছে পুরস্কারটির মানদণ্ড, মনোনীতরা কারা এবং বিচার প্রক্রিয়া সম্পর্কে জানতে আবেদন করেছিল, কিন্তু কোনো উত্তর পায়নি।

এইচআরডব্লিউয়ের খেলাধুলা বিষয়ক কর্মকাণ্ড তদারককারী মিংকি ওরডেন এক বিবৃতিতে বলেছেন, “সহিংসভাবে অভিবাসীদের আটক, যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন এবং ফিফার নিজস্ব বর্ণবাদবিরোধী ও বৈষম্যবিরোধী প্রচার অভিযান বাতিল- এসব ঘটনার প্রেক্ষাপটে ফিফার তথাকথিত শান্তি পুরস্কার দেওয়া হচ্ছে।

সম্পর্কিত