চরচা ডেস্ক

ইউক্রেনে যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে ট্রাম্পের জামাতা জারেড কুশনারও অংশ নেবেন।
স্থানীয় সময় মঙ্গলবার মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ইউক্রেনে যুদ্ধ বন্ধে নিয়ে একটি চুক্তি হওয়া নিয়ে আশা প্রকাশ করেছিল হোয়াইট হাউস।
দুইদিন আগেই আমেরিকার ২৮ শান্তি প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আমেরিকান কর্মকর্তারা। এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিছু কঠিন বিষয় সমাধান করা এখনো বাকি রয়েছে।
তিনি সোমবার বলেন, তার অন্যতম প্রধান অগ্রাধিকার হলো-রাশিয়াকে কোনোভাবেই এমন ভূখণ্ড ছাড় না দেওয়া, যা মস্কোর দখলদারত্বকে বৈধতা দিতে পারে।
সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, শান্তি চুক্তির খসড়া ‘অত্যন্ত সুসংহত’ হয়েছে এবং এই ব্যাপারে তারা খুব আশাবাদী।
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ২৮ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রস্তাবে সই করার সময়সীমা বেঁধে দেন তিনি।
তবে ওই প্রস্তাবে ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকা ছাড় দেওয়া, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমানো এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতির মতো প্রস্তাবগুলো নিয়ে আপত্তি তোলে কিয়েভ।
কিন্তু এই পরিকল্পনাটি শান্তি প্রক্রিয়ার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও জানান, ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত।
এরপর গত রোববার সুইজারল্যান্ডের জেনেভাতে একটি সংশোধিত পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে ওয়াশিংটন।
আলোচনার পর এক বিবৃতিতে পরে ট্রাম্প জানান, আলোচনায় অল্প কয়েকটি বিষয় অমীমাংসিত রয়েছে। তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলকে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য বলেছেন।
এদিকে, ইউক্রেন বিষয়ে জেনেভার সংশোধিত প্রস্তাব রাশিয়ার জন্য এখন আর উপযুক্ত নয় বলে জানিয়েছেন পুতিনের সহকারী ইউরি উশাকভ।

ইউক্রেনে যুদ্ধ বন্ধে একটি চুক্তি করতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আজ বৈঠক করবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। বৈঠকে ট্রাম্পের জামাতা জারেড কুশনারও অংশ নেবেন।
স্থানীয় সময় মঙ্গলবার মস্কোতে এই বৈঠক অনুষ্ঠিত হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, ইউক্রেনে যুদ্ধ বন্ধে নিয়ে একটি চুক্তি হওয়া নিয়ে আশা প্রকাশ করেছিল হোয়াইট হাউস।
দুইদিন আগেই আমেরিকার ২৮ শান্তি প্রস্তাবের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেছিলেন আমেরিকান কর্মকর্তারা। এই আলোচনাকে ‘গঠনমূলক’ বলে উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, কিছু কঠিন বিষয় সমাধান করা এখনো বাকি রয়েছে।
তিনি সোমবার বলেন, তার অন্যতম প্রধান অগ্রাধিকার হলো-রাশিয়াকে কোনোভাবেই এমন ভূখণ্ড ছাড় না দেওয়া, যা মস্কোর দখলদারত্বকে বৈধতা দিতে পারে।
সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, শান্তি চুক্তির খসড়া ‘অত্যন্ত সুসংহত’ হয়েছে এবং এই ব্যাপারে তারা খুব আশাবাদী।
সম্প্রতি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে ২৮ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনকে এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে প্রস্তাবে সই করার সময়সীমা বেঁধে দেন তিনি।
তবে ওই প্রস্তাবে ইউক্রেনের মধ্য ও পূর্বাঞ্চলের কিছু এলাকা ছাড় দেওয়া, সেনাবাহিনীর আকার উল্লেখযোগ্যভাবে কমানো এবং ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতির মতো প্রস্তাবগুলো নিয়ে আপত্তি তোলে কিয়েভ।
কিন্তু এই পরিকল্পনাটি শান্তি প্রক্রিয়ার ভিত্তি হতে পারে বলে মন্তব্য করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আরও জানান, ট্রাম্পের প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনায় বসতে রাশিয়া প্রস্তুত।
এরপর গত রোববার সুইজারল্যান্ডের জেনেভাতে একটি সংশোধিত পরিকল্পনা নিয়ে উচ্চপর্যায়ের ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসে ওয়াশিংটন।
আলোচনার পর এক বিবৃতিতে পরে ট্রাম্প জানান, আলোচনায় অল্প কয়েকটি বিষয় অমীমাংসিত রয়েছে। তিনি তার বিশেষ দূত স্টিভ উইটকফকে মস্কোয় পুতিনের সঙ্গে বৈঠকের নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকলকে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের জন্য বলেছেন।
এদিকে, ইউক্রেন বিষয়ে জেনেভার সংশোধিত প্রস্তাব রাশিয়ার জন্য এখন আর উপযুক্ত নয় বলে জানিয়েছেন পুতিনের সহকারী ইউরি উশাকভ।