দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা, দাবি ভারতীয় গণমাধ্যমের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা, দাবি ভারতীয় গণমাধ্যমের
দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা হিন্দুত্ববাদীদের। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের নিন্দা জানাতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। ব্যাপক নিরাপত্তা মোতায়েন থাকা সত্ত্বেও অনেক বিক্ষোভকারীকে পুলিশি ব্যারিকেড ঠেলে কূটনৈতিক মিশনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা অন্তত দুই স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়।

বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল এবং তারা দিপু দাসের হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছিলেন। এক বিক্ষোভকারী বলেন, ‘‘আজ যদি আমরা আওয়াজ না তুলি, তবে কাল আমিও দিপু হবো, আপনিও দিপু হবেন।’’

তবে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক ছিল। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে তিন স্তরের ব্যারিকেড এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

ময়মনসিংহের ভালুকায় গত ১৯ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে ২৫ বছর বয়সী পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে একটি উত্তেজিত জনতা। পরে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সম্পর্কিত