চরচা প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত কয়েদি মো. সুজন মিয়ার বাবার নাম সালামত মিয়া। তিনি ঠিক কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন মিয়া। কারা কর্তৃপক্ষের তাৎক্ষণিক নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়। দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত ও আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দ্রীয় কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত কয়েদি মো. সুজন মিয়ার বাবার নাম সালামত মিয়া। তিনি ঠিক কোন মামলায় কারাগারে বন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকালে কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুজন মিয়া। কারা কর্তৃপক্ষের তাৎক্ষণিক নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢামেকে আনা হয়। দুপুর পৌনে ১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হবে। ময়নাতদন্ত ও আইনি আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের নিন্দা জানাতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় সংবাদ