৩৯১ পরোয়ানা মাথায় নিয়ে কারাগারে ইভ্যালির রাসেল-শামীমা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৩৯১ পরোয়ানা মাথায় নিয়ে কারাগারে ইভ্যালির রাসেল-শামীমা
মোহাম্মদ রাসেল ও শামীমা নাসরিন। ছবি: বাসস

প্রতারণা ও গ্রাহকের অর্থ আত্মসাতের শতাধিক মামলায় অভিযুক্ত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমা নাসরিনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৭ এর বিচারক মো. নিজাম উদ্দিন এ আদেশ প্রদান করেন।

এর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালতে হাজির করা হয়। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, এই দম্পতির বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩৯১টি পরোয়ানা ছিল।

এর মধ্যে রাসেলের নামে ধানমন্ডি, কাফরুল ও সাভার মডেল থানায় ২৬৩টি পরোয়ানা রয়েছে। যার মধ্যে ৮৩ টি সাজা পরোয়ানা এবং ১৮০ টিসিআর পরোয়ানা।

অন্যদিকে, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের নামে তিন থানায় সর্বমোট ১২৮ টি পরোয়ানা রয়েছে। যার মধ্যে ৩০টি সাজা পরোয়ানা এবং ৯৮টি সিআর পরোয়ানা।

সম্পর্কিত