প্রথম আলো অফিসের আগুন নেভাতে গিয়ে ২ ফায়ার ফাইটার আহত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
প্রথম আলো অফিসের আগুন নেভাতে গিয়ে ২ ফায়ার ফাইটার আহত
ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীর কারওয়ান বাজারে দৈনিক প্রথম আলোর অফিসের আগুন নেভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই ফায়ার ফাইটার গুরুতর আহত হয়েছেন। আজ শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আলমগীর (৪০) ও মো. শফিউল (৪২)। তারা দুজনই মোহাম্মদপুর ফায়ার স্টেশনে কর্মরত।

কার্যালয়ে হামলার কারণে আজ শুক্রবার প্রকাশিত হয়নি বাংলা দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার। ছাপাখানার নিরাপত্তার কারণে সীমিত ছাপিয়েছে আরেক দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

গতকাল বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর শাহবাগে আন্দোলনরতদের একটি দল কারওয়ান বাজারের দিকে অগ্রসর হয়। এসময় তারা প্রথম আলো ও ডেইলি স্টারের ভবনে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

মোহাম্মদপুর ফায়ার স্টেশনের অফিসার মো. মিজানুর রহমান জানান, অগ্নিনির্বাপণের সময় বিদ্যুতের ঝুঁকি সম্পর্কে সতর্কতা থাকা সত্ত্বেও দুর্ঘটনাটি ঘটে। আহত দুই ফায়ার ফাইটারকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সকালে বিদ্যুতায়িত হয়ে দুই ফায়ার ফাইটারকে জরুরি বিভাগে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

সম্পর্কিত