হাদিকে গুলি: সীমান্তে ফিলিপের ২ সহযোগী আটক

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
হাদিকে গুলি: সীমান্তে ফিলিপের ২ সহযোগী আটক
সীমান্তে দুজনকে আটক করেছে বিজিবি। ছবি: চরচা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদিকে গুলির ঘটনায় সীমান্ত থেকে মানুষ পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার সন্ধ্যায় বর্ডার গার্ড বাংলাদেশের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এই তথ্য জানান।

এর আগে বিজিবি জানায়, হাদির ওপর গুলি করা ব্যক্তিরা সীমান্ত পেরিয়ে ভারতে চলে গিয়েছে কি না সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। আজ সোমবার ময়মনসিংহ সেক্টরের সেক্টর কমান্ডার ও উপ-মহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সংবাদ সম্মেলনে একথা বলেন।

ময়মনসিংহে সংবাদ সম্মেলনে এই বিজিবি কর্মকর্তা বলেন, “সন্ত্রাসীরা এই সীমান্ত দিয়ে আসেনি এ কথা শতভাগ নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি মাথায় রেখেই নজরদারি চলছে।”

গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। আজ এয়ার অ্যাম্বুলেন্সে করে ‍উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় তাকে।

কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর বলেন, “মানব পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে বিজিবি যোগাযোগ করেছে। এ ঘটনায় মানব পাচারকারী ফিলিপ নামে এক ব্যক্তিকে বেশি সন্দেহ করা হচ্ছে।”

সম্পর্কিত