নির্বাচন সামনে রেখে এই সংখ্যা প্রায় এক লাখে উন্নীত করা হবে। এছাড়া বিজিবির ৩৫ হাজার, নৌবাহিনীর পাঁচ হাজার এবং কোস্টগার্ডের চার হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। র্যাবও প্রায় আট হাজার সদস্য নিয়ে নিরাপত্তায় অংশ নেবে।
বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে ১২ প্লাটুন বিজিবি। সকাল থেকে তারা মাঠে টহল দিচ্ছে।