সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঠিক করতে বৈঠকে ইসি

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঠিক করতে বৈঠকে ইসি
নির্বাচন কমিশন। ছবি: বাসস

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনা করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচনের তফসিলসহ ১০টি বিষয় বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। এরমধ্যে রয়েছে—

  • আইন ও রীতির আলোকে তফসিল পূর্ব ও তফসিল পরবর্তী কার্যক্রম পর্যালোচনা;
  • গণভোট আয়োজন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির অগ্রগতি;
  • মাঠ প্রশাসনের সঙ্গে যোগাযোগ, সমন্বয় ও মতবিনিময়ের বিষয়াদি;
  • রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত সিদ্ধান্ত;
  • জাতীয় পরিচয়পত্র সংশোধন আবেদন পদ্ধতি ও এসওপি নির্ধারণ;
  • মহড়া ভোট থেকে পাওয়া অভিজ্ঞতার আলোকে কেন্দ্র ব্যবস্থাপনা;
  • পার্সোনালাইজেশন সেন্টারের ৯টি মেশিন আইডিইএ প্রকল্পে হস্তান্তর ও বিএমটিএফের স্থগিত বিল পরিশোধ;
  • অতিরিক্ত ১৪ লাখ স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন বাবদ বকেয়া পরিশোধ;
  • স্মার্ট কার্ড পার্সোনালাইজেশন ও ‘বীর মুক্তিযোদ্ধা’ লেখা মুদ্রণ সংক্রান্ত সিদ্ধান্ত;
  • এছাড়া বিবিধ বিষয়ে আলোচনা হতে পারে।

রোববারের কমিশন সভায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে ডিসেম্বরের প্রথমার্ধেই তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

গত ২৯ নভেম্বর মক ভোটিং-এর আয়োজন করেছিল ইসি। সেখানে ভিন্ন দুটি রঙের ব্যালটের একটিতে সংসদ নির্বাচনের ভোট এবং আরেকটিতে গণভোটের মহড়া চালানো হয়েছে। ভিন্ন দুটি রঙের ব্যালটের একটিতে সংসদ নির্বাচনের ভোট এবং আরেকটিতে গণভোট নেওয়া হয়।

তাছাড়া প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশি ভোটারের জন্য পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা নেওয়া হয়।

সম্পর্কিত