চরচা ডেস্ক

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে গতকাল শনিবার আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে ‘বার্চ বাই রোমিও লেন’ নামে একটি নাইট ক্লাবে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের কর্মকর্তারা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা জানা গেছে, নিহতের মধ্যে তিন থেকে চারজন পর্যটক, আর বাকিরা ওই ক্লাবের কর্মী ছিলেন। আহতরা গোয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।
গোয়ার পুলিশ মহাপরিচালক জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।”
প্রমোদ সাওয়ান্ত আরও লিখেছেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

ভারতের উত্তর গোয়ার আরপোরা এলাকায় একটি নাইটক্লাবে গতকাল শনিবার আগুন লেগে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫০ জনের বেশি আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টার দিকে ‘বার্চ বাই রোমিও লেন’ নামে একটি নাইট ক্লাবে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের কর্মকর্তারা।
এনডিটিভির খবরে বলা হয়েছে, প্রাথমিক তদন্তে জানা জানা গেছে, নিহতের মধ্যে তিন থেকে চারজন পর্যটক, আর বাকিরা ওই ক্লাবের কর্মী ছিলেন। আহতরা গোয়া মেডিকেল কলেজে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে হতাহতের ঘটনা ঘটেছে।
গোয়ার পুলিশ মহাপরিচালক জানিয়েছেন, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লিখেছেন, “আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।”
প্রমোদ সাওয়ান্ত আরও লিখেছেন, “আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছি। যারা দায়ী সাব্যস্ত হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”